আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দুর্গাপুর পুলিশের সচেতনতার বার্তা
আমার কথা, দুর্গাপুর, ২৬ জুনঃ
আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই দিনে মাদক বর্জনের ডাক দিয়ে নানা জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকওভেন থানার পক্ষ থেকে এদিন মাদক বর্জনের ডাক দিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এই দিন পদযাত্রায় পা মেলান দুর্গাপুরের কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক, ওসি ট্রাফিক মুচিপাড়া সতীনাথ শীল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন সিভিক ভলান্টিয়াররাও। পদযাত্রাটি কোক ওভেন থানা থেকে বের হয়ে দুর্গাপুর বাস স্ট্যান্ড সহ কোক ওভেন থানার বিভিন্ন এলাকা ঘুরে কোক ওভেন থানায় এসে শেষ হয়। কোক ওভেন থানার অফিসার ইনচার্জ সুদীপ্ত পরামানিক এলাকার মানুষদের মাদক সহ সব ধরনের নেশা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।
অন্যদিকে এই একই কর্মসূচী নিয়ে দুর্গাপুর থানার উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা হয়। কর্মসূচীতে অংশ নেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ রায়, দুর্গাপুর ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, দুর্গাপুর সাব-ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক। এছাড়াও এই কর্মসূচীতে অংশ নেয় একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা।