“সাইবার ক্রাইম” নিয়ে ফরিদপুর থানার উদ্যোগে সচেতনতা কর্মসূচী
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৮জুনঃ
যত দিন যাচ্ছে মুঠোফোনের দৌলতে ছোট হচ্ছে দুনিয়া আর সেই মুঠোফোনেই মানুষের জগত। সোশ্যাল মিডিয়ায় আনাগোনা এই মুঠোফোনে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে সাধারন মানুষকে সম্মুখীন হতে হচ্ছে নানা বিপদের। তাই সাধারন মানুষকে বিভিন্ন রকমের সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে সচেষ্ট পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ফরিদপুর(লাউদোহা) থানার উদ্যোগে আজ শনিবার একটি সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই থানার অন্তর্গত বড়গড়িয়া গ্রামের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসীদের বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমের বিভিন্ন ধরন আর সেই সমস্ত অপরাধের থেকে বাঁচার বিভিন্ন উপায় নিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(অন্ডাল) ওমর আলি মোল্লা, সি আই(বি) পিন্টু সাহা, থানার ভারপ্রাপ্ত আধিকারিক পলাশ মন্ডল। এই অনুষ্ঠানের আয়োজনে বেশ খুশি গ্রামবাসীরা।