দুর্গাপুরে প্রচারে এসে রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য বাবুলের
- আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাই:
ইছাপুরে তৃণমূলের হয়ে প্রচারের এসে রাজ্যপাল সম্পর্কে বিষ্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন রাজ্যপাল আংশিক অন্ধ , রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে কাজ করছেন। উনি বাংলার ইতিহাস জানেন না , উনি বাংলায় অ আ ক খ শিখতে এসেছেন।
উল্লেখ্য, রাজ্যপালের পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে এদিন বাবুলের এই উক্তি। আজ বৃহষ্পতিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের আমলকা ও ইছাপুরে রোড শো উপলক্ষে প্রচারের শেষ লগ্নে এসে বাবুল সুপ্রিয়র এই মন্তব্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
এই ইস্যুতে বাবুল সুপ্রিয়কে একহাত নিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি বলেন যে বাবুল সুপ্রিয় রামদেব বাবার কাছে অনুলোম বিলোম শিখে রাজনীতিতে এসেছে, ওনার এখন কায়ম চুর্ন প্রয়োজন মাথা পরিষ্কারের জন্য। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করার শিক্ষাগত যোগ্যতা আছে ওর? প্রশ্ন বিজেপি নেতার। জিতেন্দ্র তেওয়ারির কটাক্ষ , গায়ক হিসেবে রানু মন্ডলও ওর থেকে ভাল গান গায়।