মুখ্যমন্ত্রীকে নিয়ে কু-মন্তব্য, দিলীপ ঘোষকে শো-কজ নির্বাচন কমিশনের
আমার কথা, দুর্গাপুর, ২৭ মার্চ:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কু-মন্তব্যের জেরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস কমিশনে অভিযোগ জানিয়েছিলেন দিলীপের বিরুদ্ধে। তারপরেই এই কড়া পদক্ষেপ করা হয়। আগামী ২৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত তাঁকে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন এবার প্রথমে রাজনৈতিক নেতা এবং প্রার্থীদের প্রচারের ভাষা নিয়ে সতর্ক হতে বলেছিলেন। কিন্তু ভোট ঘোষণার পর থেকেই গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একে অপরকে বেলাগাম ভাষায় আক্রমণ করে চলেছেন।
প্রসঙ্গত: গতকাল দুর্গাপুরে প্রচার করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কু মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে সরব হয় শাসক দল। সংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষকে নারী বিদ্দেষী বলে মন্তব্য করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ এবং বিজেপি নেতারা যেভাবে মহিলাদের অপমান করেন তাতেই স্পষ্ট তাঁরা কতটা সম্মান করেন মহিলাদের।