দুর্গাপুরেও শুরু হল “বঙ্গধ্বনি যাত্রা”
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ডিসেম্বরঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখীর চোখ করে বিভিন্ন কর্মসূচী নিয়ে ভোট ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্য্য্যের নির্দেশে ১১ই ডিসেম্বর থেকে শুরু হল “বঙ্গধ্বনি যাত্রা”। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল বিগত দশ বছরে সাধারন মানুষের জন্য করা রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে তার রিপোর্ট কার্ড রাজ্যবাসীর হাতে হাতে পৌঁছে দেওয়া। এই একই কর্মসূচী নিতে দেখা গেল দুর্গাপুর শিল্পাঞ্চলেও। শুক্রবার দুর্গাপুর মহকুমা হসপাতালের সামনে থেকে এই “বঙ্গধ্বনি যাত্রা” শুরু হয়। এই পদযাত্রাটি বিধাননগরে রাম মন্দিরের সামনে গিয়ে শেষ হয়। তৃণমূল কংগ্রেসের এই পদযাত্রায় অংশ নিতে দেখা যায় শহরের মহানাগরিক দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, তৃণমূল নেতা উত্তম মুখোপধ্যায় সহ পুরপিতা ও পুরমাতাদেরও। এদিনের এই পদযাত্রা থেকে পথ চলতি মানুষজনের হাতে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়।