বাংলাদেশের পতাকার ছবি দুর্গাপুর উৎসবের স্টলে! বিতর্ক চরমে
আমার কথা, দুর্গাপুর, ৮ ডিসেম্বর:
একদিকে যখন বাংলাদেশ অগ্নিগর্ভ তখন সম্প্রতির নজির তৈরী করলো দুর্গাপুর উৎসব কমিটির সদস্যরা। দুর্গাপুর উৎসব প্রাঙ্গণে মেলার মধ্যে নানা পসরার যে সব দোকান রয়েছে তারই মধ্যে একটি বাংলাদেশী পণ্যের স্টল রয়েছে, আর সেই স্টলের ব্যানারে জ্বলজ্বল করছিল বাংলাদেশের পতাকার ছবি এর বিষয়টি নজরে আসতেই মুহুর্তে বিতর্ক চরমে উঠল।
৬ডিসেম্বর থেকে শুরু হয়েছে চিত্রালয়ের মাঠে দুর্গাপুর উৎসব। দুর্গাপুর চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বছরের এই উৎসবে একদিকে রয়েছে গীত সঙ্গীতের মূল মঞ্চ। পাশে রয়েছে সার দিয়ে নানা ব্যবসায়িক, হাসপাতাল ও সংবাদ মাধ্যমের স্টল। অন্যদিকে রয়েছে মেলা, যেখানে নানা জায়গা থেকে পসরা নিয়ে এসে সাজিয়ে বসেছেন দোকানিরা। তারই মাঝে দেখা যায় এই বিতর্কিত বাংলাদেশি পণ্যের স্টলটি। সেই স্টলের মাথায় বাংলাদেশ লেখা সাইনবোর্ডে এদেশের পতাকার ছবি জ্বলজ্বল করছে। শনিবারই এ দৃশ্য চোখে পড়ে মেলা ময়দানে আসার মানুষজনের। প্রতিবাদ শুরু হতেই ওই বিতর্কিত ব্যানার ছড়িয়ে রাখেন স্টল মালিক বা তাঁত বস্ত্র বিপণির দোকানদার শেখ শামসুর রহমান।
কিন্তু তাতে বিতর্ক থামানো যায়নি।উল্লেখ্য, এই শেখ শামসুর রহমান বাংলাদেশের নারায়গঞ্জের বাসিন্দা। রবিবার এসবের প্রতিবাদে পথে নামে বিজেপি নেতৃত্ব। অবিলম্বে ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান বিধায়ক লক্ষণ ঘোড়ুই। একইসঙ্গে এ ধরনের বিতর্কিত স্টল লাগানোর ক্ষেত্রে মেলা কমিটি সহ তৃণমূলের মদতের অভিযোগ আনেন তিনি। এদিকে, এসব বিতর্কে জেরে ওই স্টলটি বন্ধের সিদ্ধান্ত নেয় মেলা কমিটি। যদিও দোকানদারের বক্তব্য, ঢাকাই জামদানি রাজশাহী সিল্ক সহ বাংলাদেশী তাঁত বস্ত্রের ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষনে এ ধরনের ব্যানার বা সাইনবোর্ড লাগানো হয়েছিল। তারা এদেশেরই নাগরিক বলেও জানান তারা। এদিকে, এসব নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার অভিযোগে সোচ্চার শাসকদল। একই সঙ্গে এসবের পেছনে চক্রান্ত বা ষড়যন্ত্রের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা তৃণমূল সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়।