জিএসটি সরলীকরনের দাবিতে দুর্গাপুর সহ সারা ভারত বনধ বনিকসভার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ফেব্রুয়ারীঃ
জিএসটি চালু হওয়ার পর কেটে গেছে চারটে বছর, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ ৯৬০বার জিএসটির সংশোধন হওয়ার পরেও রয়ে গেছে জটিলতা। কেন্দ্রীয় সরকারের সাথে বহুবার বৈঠিক করেও মেলেনি সমাধান সুত্র। তাই জিএসটি সরলীকরনের দাবিতে শুক্রবার সারা ভারত ব্যবসা বনধের ডাক দেওয়া হয় বনিকসভার পক্ষ থেকে। ২৪ ঘন্টার জন্য ডাকা বনিকসভার এই বনধকে সমর্থন জানিয়ে এই বনধে সামিল হয় দুর্গাপুর বনিকসভাও।
এদিনের বনধে দুর্গাপুরের বেনাচিতি বাজার, চন্ডিদাস বাজার, মামড়া বাজার সহ বিভিন্ন বাজারগুলির দোকানগুলি বন্ধ রেখে বনধকে সমর্থন জানান। বাজারগুলি ঘুরে দেখেন দূর্গাপুর বণিকসভার সম্পাদক কবি দত্ত , স্থানীয় কাউন্সিলর রমাপ্রসাদ হালদার এবং ব্যবসায়ী চন্দন দত্ত সহ বণিকসভার অন্যান্য সদস্যরা।
বনিকসভার অভিযোগ, জিএসটি চালু হওয়ার পর এখনও পর্যন্ত্য তার জটিলতা কাটেনি। বার বার বৈঠক করেও মেলেনি সুরাহা। ফলে নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। শুধু তাই নয় জিএসটি দিতে একদিন দেরি হলেই ব্যবসায়ীদের সুদ গুনতে হচ্ছে। তারই প্রতিবাদে এদিন সারা ভারত ব্যাপী এই বনধ পালন করলেন বনিকসভার সদস্যরা।