ঋণের টাকা শোধ করতে না পারায় ব্যবসায়ীর বাড়ি সিল করল ব্যাংক

আমার কথা, কাঁকসা, ২২ সেপ্টেম্বর:
ঋণের টাকা শোধ করতে না পারায় গত কয়েকদিন আগে ব্যাংকের কর্মীদের তাগাদার জেরে আত্মঘাতী হন বর্ধমানের এক দম্পতি।
সেই ঘটনার দু দিন পরেই এবার কাঁকসার গোপালপুরের এক ব্যক্তির বিরুদ্ধে ঋণের টাকা না মেটানোর অভিযোগ উঠলো। ঋণের টাকা শোধ না দেওয়ায় এবার কাঁকসার গোপালপুরের এক ব্যবসায়ীর বাড়ি সিল করলো চোলা ফাইন্যান্স নামের একটি বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা।
শুক্রবার সকালে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনীকে সাথে নিয়ে সংস্থার আধিকারিকরা কাঁকসার গোপালপুরের সাহেব মন্ডলের বাড়িতে যান।
তার বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর তালিকা তৈরি করে গোটা বাড়ি সিল করা হয়।
ক্যামেরার সামনে কিছু না বললেও তারা জানিয়েছেন ওই ব্যক্তি কয়েক বছর আগে ব্যবসার জন্য ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু লোনের সেই টাকার কিস্তি গত ১বছর ধরে দিচ্ছিলেন না ওই ব্যাক্তি।
আধিকারিকরা খোঁজ নিলে তাদের বলা হয় ব্যবসায় লোকসান হওয়ার কারণে সে লোনের কিস্তি দিতে অক্ষম বলে বারবার জানায়।
সংস্থার পক্ষ থেকে বহুবার তাকে সময় দেওয়া হলেও ওই ব্যবসায়ী কোনো রকম সহযোগিতা করেন নি বলে অভিযোগ।
এর পরেই প্রশাসনের অনুমতি ও আইনের সাহায্য নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি সিল করেন সংস্থার আধিকারিকরা।