শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা, ধর্ণায় বসলেন অন্ত:সত্ত্বা
আমার কথা, পান্ডবেশ্বর, ১৮ জুন:
শ্বশুরবাড়িতে ঢুকতে বাধা পেয়ে দরজার সামনে ধর্নাতে বসলেন অন্তঃসত্তা যুবতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার ভুঁড়ি গ্রামে। ছেলের বাড়ির পক্ষ থেকে যুবতীর চরিত্র নিয়ে তোলা হয় প্রশ্ন।
মঙ্গলবার পাণ্ডবেশ্বর থানার ভুঁড়ি গ্রামে শশুর বাড়িতে ঢুকতে বাধা পেয়ে বাড়ির সামনে ধর্নাতে বসেন এক যুবতী। ঘটনাটি ঘিরে ওই গ্রামে ছড়িয়েছে চাঞ্চল্য। যুবতী জানান বছর তিনেক আগে জামুরিয়া থানার চাকদোলা এলাকায় তার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের আগে থেকে ভুঁড়ি গ্রামের বাসিন্দা শেখ আশরাফুলের সাথে তার সম্পর্ক ছিল। অন্যত্র বিয়ে হলেও সেই সম্পর্কে ছেদ পড়েনি। আশরাফুলের কথাতে প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স দিয়ে গোপনে ম্যারেজ রেজিস্ট্রি করে তারা। আইন মোতাবেক বিয়ে করলেও ওই যুবতীকে নিজের ঘরে তোলেনি আশরাফুল। এদিকে যুবতী অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। এদিন ওই যুবতী স্বামী আশরাফুলের বাড়ি আসেন। কিন্তু স্বামীর পরিবারের লোকেরা এই বিয়ে মানতে রাজি নই। তারা ওই যুবতীকে ঘরে ঢুকতে বাধা দেন। যুবতীর চরিত্র নিয়েও প্রশ্ন তুলে তারা। বাধা পেয়ে যুবতী শ্বশুরবাড়ির সামনে ধর্নাতে বসেন। ঘটনাতে এলাকায় ছড়াই চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দা শেখ রহমান বলেন আইন মোতাবেক যখন বিয়ে হয়েছে তখন মেয়েটি যাতে শশুর বাড়িতে ঢুকতে পারে সেই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানান তিনি। যুবতী জানান শ্বশুরবাড়িতে থাকা আমার আইনি অধিকার। যতক্ষণ না শ্বশুরবাড়িতে ঢুকতে পারছি ততক্ষণ ধর্না চালিয়ে যাব।