নাম-সংকীর্তনের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা
আমার কথা, পান্ডবেশ্বর, ২ জুন:
পাশাপাশি দুই পাড়ার ঝামেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারার নিল এলাকা। চলল মারপিট, ইঁট বৃষ্টি। শনিবার রাতে ঘটনাটি ঘটে হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামে।
পাণ্ডবেশ্বরের হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামে আয়োজন করা হয়েছিল নাম- সংকীর্তনের অনুষ্ঠান। গতকাল ছিল গৌড় মন্ডলী অনুষ্ঠান। অনুষ্ঠান চলাকালীন রাত্রি সাড়ে নটা নাগাদ গ্রামের বাদ্যকর পাড়া ও বাউরি পাড়ার মধ্যে ঝামেলার সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই ঝামেলা মারপিট আর হাতাহাতিতে পৌঁছোয়। একে অপরকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। ইটের আঘাতে জখম হন দুপক্ষের একাধিক জন। টালির চাল ভেঙ্গে ক্ষতি হয় বেশ কিছু ঘর বাড়ির। জখম চারজন চিকিৎসার জন্য ভর্তি রয়েছে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। পাড়ার ঝামেলাতে লেগেছে রাজনৈতিক রঙ। জড়িয়েছে তৃণমূল, বিজেপির নাম।
বাদ্যকর পাড়ার বাসিন্দা বাপ্পা বাদ্যকর বলেন গ্রামে কীর্তনের অনুষ্ঠান চলছিল। রাত্রি সাড়ে ৯ টা নাগাদ বাউরি পাড়ার সুরেশ বাউরি, সদাই বাউরিরা এসে অযথা ঝামেলার সৃষ্টি করে। আমরা তৃণমূলের সমর্থক, ওরা বিজেপি করে। সেই কারণে আমাদের উপর বাউরি পাড়ার লোকেরা হামলা চালায় পাল্টা সুরেশ বাউরি, সদাই বাউরি রা বলেন আমরা কীর্তনের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম। অনুষ্ঠান দেখতে আমাদের বাধা দেওয়া হয়। আমাদের পাড়ার ছেলেদের ওরা মারধর করে। বাউরি পাড়ার চারজন জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে দাবি করেন তারা। স্থানীয়রা জানান গভীর রাত পর্যন্ত ঝামেলা চলেছে দুই পাড়ার মধ্যে। ব্যাপক ইঁট বৃষ্টির ফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালেও দুই পাড়ার মধ্যে রয়েছে টানটান উত্তেজনা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঝামেলার সময় একে অপরকে লক্ষ্য করে ছোড়া ইঁট , পাথরের টুকরো, বাঁশ লাঠি। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর।