পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর, আহত পুলিশ আধিকারিক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৫মার্চঃ
ফের দুর্ঘটনা দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত এলাকায়, আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো সগড়ভাঙ্গা এলাকা। বালির গাড়ির ধাক্কায় আহত হন এক বাইক আরোহী আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে বুধবার গভীর রাতে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ছুটে আসতে হয় বিশাল পুলিসবাহিনী, নামাতে হয় কমব্যাট ফোর্সও। উত্তেজইত জনতা পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড়ের কাছে বালির একটি ট্রাক ধাক্কা মারে এক মোটর বাইক আরোহীকে,রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় বাসিন্দারা। এরপরই উত্তেজিত স্থানীয় জনতা বালির ট্রাকে ভাংচুর শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, কেন এই রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে না এই প্রশ্ন তুলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। কোকওভেন থানার আধিকারিক এই ঘটনায় জখম হন, তার বাম হাতে আঘাত লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কমব্যাক্ট ফোর্সকে নামানো হয়। ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ।প্রায় আধ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আশঙ্কাজনক অবস্থায় ঐ বাইক আরোহীকে দুর্গাপুরের বিধাননগরে এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।