প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড, রণক্ষেত্র দুর্গাপুরে
আমার কথা, দুর্গাপুর, ১৩ অক্টোবরঃ
প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র হয়ে উঠল দুর্গাপুরের রঘুনাথপুর। রাস্তা অবরোধ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাব। বিশাল পুলিস বাহিনীর সাথে নামানো হয় র্যাফ। বিশাল উত্তেজনা ছড়িয়ে পরে এলাকা জুড়ে। পরে পুলিশের প্রতিশ্রুতিতে পরিস্থিতি আয়ত্বে আসে।
রবিবার দুপুরে রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের পর্ব চলছিল। নিয়ম মেনে নিরঞ্জন চলছিল। পুলিশের অনুমতি ছিল না বলে নিরঞ্জন পর্বে কোনো ডিজে বাজানো হয়নি বলে জানান উদ্যোক্তারা। অভিযোগ সেই সময় সিভিক ভলান্টিয়ার প্রশান্ত বাউড়ি ও তাঁর ভাইয়ের নেতৃত্বে বাউড়িপাড়ার কয়েকজন যুবক এসে উদ্যোক্তাদের উপর চড়াও হয়। কেন ডিজে চালানো হয়নি সেই প্রশ্ন তোলেন সাথে হামলা চালান। সকলেই মদ্যপ ছিল বলে দাবি করেন অভিযোগকারীরা।
অন্যদিকে প্রশান্ত বাউরির বোন বৃষ্টি বাউরির অভিযোগ, পুজো কমিটির লোকেরা তাঁদের ওপর হামলা চালায় আচমকা। মহিলাদের গায়েও হাত দেন। প্রশান্তরা তা নিয়ে প্রতিবাদ করলে উলটে তাঁদের ওপর হামলা করেন পুজো কমিটির লোকেরা।
এ বিষয়ে, ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা জানান, এই ঘটনার তদন্ত করে দেখা হবে। যদি সত্যিই কেউ অপরাধ করে থাকে তাঁকে যথপোযুক্ত শাসি দেওয়া হবে। এমনকি সভিক ভলান্টিয়ার বলেও তাঁকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন ডিসিপি(পূর্ব),