উখড়ায় শিশু মৃতুকে কেন্দ্র করে রণক্ষেত্র, আক্রান্ত পুলিশ
আমার কথা, অন্ডাল, ৩ জানুয়ারীঃ
ভুল ইনজেকশনের কারনে শিশুর মৃত্যুর অভিযোগে ডাক্তারের চেম্বারে ভাঙচুর, উত্তেজনা। পরিস্থিতি সামলাতে এসে পুলিশও আক্রান্ত হয় বলে অভিযোগ।
শুক্রবার সন্ধ্যেবেলায় উখড়া মাধাইগঞ্জ রোডে এক চিকিৎসকের নিজস্ব চেম্বারে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্র চেহারা নিল এলাকা । চিকিৎসকের ভুল ইনজেকশন দেওয়াতেই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। স্থানীয় সূত্রে জানা যায় উখড়া সরপি রোডের পুরাতন হাটতলা এলাকায় নিজস্ব চেম্বার রয়েছে ডঃ রাজেশ মাজি এক চিকিৎসকের। পাণ্ডবেশ্বর এর জোয়ালভাঙ্গা এলাকায় বাড়ি গোবিন্দ বাউরী নামে ৫-৬ বছরের একটি শিশু দু, তিন দিন ধরে পেটের রোগে ভুগছিল। অভিভাবকেরা চিকিৎসার জন্য শিশুটিকে শুক্রবার সকালে ডাক্তার রাজেশ মাঝির চেম্বারে নিয়ে আসে। চিকিৎসক শিশুটিকে বেশ কয়েকটি ইনজেকশন দেন। এরপর অভিভাবকেরা শিশুটিকে নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু বাড়িতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে ফের অভিভাবক তাকে চিকিৎসকের চেম্বারে নিয়ে আসে। তখন চিকিৎসক রাজেশ মাঝি শিশুটিকে তার চেম্বারে ভর্তি করার কথা বলে । কিছুক্ষণ পরেই চেম্বারে শিশুটির মৃত্যু হয়। ভুল চিকিৎসাতে শিশুটি মারা যায় বলে অভিযোগ করেন অভিরভাবক। এই খবর এলাকায় পৌঁছালে সেখান থেকে আত্মীয় পরিজন স্থানীয়রা চিকিৎসকের চেম্বারে ভিড় করেন। তবে তার আগে সুযোগ বুঝে অভিযুক্ত চিকিৎসক চেম্বার ছেড়ে চম্পট দেন। ক্ষুব্ধ আত্মীয় পরিজনেরা চেম্বারে ভাংচুর চালায়। এলাকা রণক্ষেত্র হয়ে ওঠেচ। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ি ও অন্ডাল থানার পুলিশ। পুলিশ উত্তেজিত জনতাকে হটাতে গেলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইঁট, ঢিল। ইঁটের আঘাতে এক পুলিশ আধিকারিক জখম হন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে পৌঁছোন খোদ ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা। ঘটনাটি ঘিরে এলাকায় রয়েছে টানটান উত্তেজনা।