ফের মৌমাছির হামলা, দুর্গাপুরে জখম এক ছাত্র সহ ৬
আমার কথ, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ ডিসেম্বরঃ
ফের মৌমাছির হানা। এবার দুর্গাপুরের বিধাননগরের ফুলঝোড় মোড়ের কাছে মৌমাছির আক্রমণে জখম ছ’ জন। সোমবার ফুলঝোড়ে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে মৌমাছির দল একজন স্কুল ছাত্রকে ধরে ফেলে, এরপর আরো পাঁচ জন গুরুতর জখম হয় মৌমাছির হানায়। মাস তিনেক ধরে দুর্গাপুর বিওজিএল টাউনশীপ সংলগ্ন মেন রাস্তা থেকে দুর্গাপুর সরকারী মহাবিদ্যালয় হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতাল পর্যন্ত মৌমাছির দলের হানায় অতিষ্ট এলাকার মানুষজন। এই ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু পর্যন্ত ঘটে৷ জখম হয়েছিলেন আরো বেশ কয়েকজন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সোমবার মৌমাছির হানায় ফুলঝোড়ে এক ছাত্র সহ ছ জনের জখম হওয়ার ঘটনায় ফের আতঙ্ক শহর দুর্গাপুরে। এলাকার তিতিবিরক্ত মানুষজন এই অবস্থার জন্য বন দফতরকে দায়ী করেছেন। আতঙ্ক এখন চেনা নাম হয়ে গেছে দুর্গাপুরের বিধাননগর এলাকার মানুষজনদের কাছে।