বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন এলাকার ড্রাম্পিং গ্রাউন্ড

আমার কথা, দেবনাথ মোদক, বেলিয়াতোড়, ২৭ মার্চঃ
বাঁকুড়ার বেলিয়াতোড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন এলাকার ড্রাম্পিং গ্রাউন্ডে পরিনত হয়েছে। এই স্বাস্থ্য কেন্দ্রের প্রবেশ পথের দুপাশে নোংরা আবর্জনার স্তূপ দেখলে এমনটায় মনে হবে। স্থানীয় দোকানদারদের ফেলে দেওয়া চাপের কাপ, পলিথিন খাবার এইভাবেই হাসপাতালের গেটের দুপাশে ফেলে দিয়ে এমন একটা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার হাজার হাজার মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া হাসপাতালের এমন হাল দেখলে মনেই হবে প্রশাসনের নজরদারির কতটা অভাব আর এক শ্রেনীর মানুষের মধ্যেও কতটা সচেতনতার অভাব। এইভাবে দিন দিন একটা হাসপাতাল কিভাবে নোংরা আবর্জনার স্তূপে পরিনত হয়ে আছে সেটা কারও নজরে নেই কেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই। একদিকে চিকিৎসা চলছে আর একদিকে দুর্গন্ধময় পরিবেশ। হাসপাতালের এই অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে মুখ খুলেছেন চিকিৎসা করাতে আসা রোগী থেকে রোগীর আত্মীয় ও স্থানীয় মানুষজন। বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের পঞ্চায়েতের থেকে পরিষ্কার করানো হয়েছে একাধিকবার। ব্যবসাদারা সচেতন হবে এই অবস্থা হতনা বলে দাবি করেন তিনি। পরিষ্কার করানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।