জেলা মুখপাত্রকে সাথে নিয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতির দলীয় বৈঠক
আমার কথা, কাঁকসা, ১৭ আগস্ট:
গত কয়েকদিন আগে কাঁকসা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি হন ভবানী ভট্টাচার্য, এবং সহ-সভাপতি হন জয়জিৎ মন্ডল।
বৃহস্পতিবার দুপুরে কাঁকসা পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রভাত চট্টোপাধ্যায়।
পঞ্চায়েত সমিতির সভাপতি
ভবানী ভট্টাচার্য জানিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে ২১ টি সিটের মধ্যে ১৭ টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একটি আসনে বিজেপি ও তিনটি আসনে সিপিআইএমের প্রার্থী জয়ী হন।
পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আসায় কাঁকসা ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের ১৫ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করে
নয় জন কর্মাধ্যক্ষের নাম স্থির করা হয়।
কোন পদে কোন প্রার্থী নির্বাচিত হবেন তার একটা তালিকা প্রস্তুত করা হয় আজ।
জানা গেছে আগামী ৩১ তারিখে ওই নয়জন কর্মাধ্যক্ষের নাম ঘোষণা করা হবে।