সালানপুরে যুবতী খুনের ঘটনায় গ্রেফতার ভিক্ষা দাদা
আমার কথা, আসানসোল, ১৩ জানুয়ারি:
সালানপুরে যুবতী খুনের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করল সালানপুর থানার পুলিশ। ধৃত মৃত যুবতীর সম্পর্কে ভিক্ষা দাদা হিসাবে পরিচিত। ধৃতের নাম লাল্টু চ্যাটার্জী। সালানপুর থানার বোলকুন্ডা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সালানপুর থানার মাধাই চক থেকে বোলকুণ্ডা যাওয়ার রাস্তার পাশেই জঙ্গলের মধ্যে পড়েছিল মিঠু রায়ের অর্ধনগ্ন মৃতদেহ। ধৃত খুনের ঘটনা স্বীকার করলেও পুলিশের প্রাথমিক অনুমান সম্পত্তি জনিত কারণেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আজ শনিবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতের নেওয়ার আবেদন জানাবে তদন্তের স্বার্থে। যদিও মৃত যুবতীর বাবা দামোদর রায় দাবি করেছেন তার ভিক্ষা ছেলে লাল্টু কিছুতেই এই খুনের সাথে জড়িত নয়। পুলিশ প্রকৃত দোষীদের না ধরে লাল্টুকে জোর করে ফাঁসিয়ে দিয়েছে। প্রয়োজনে তারা আদালতে গিয়ে পুলিশের এই মিথ্যে অভিযোগ প্রমান করবেন, কারন তার ভিক্ষা ছেলে লাল্টুই তাদের স্থাবর অস্থাবর সম্পতির দেখাশুনা করে। তাছাড়া ঘটনার পর থেকে সারাক্ষণ সে তাদের পরিবারের সাথেই রয়েছে। যদিও খুনের বিষয়টি স্বীকার করে নিয়েছে অভিযুক্ত লাল্টু চ্যাটার্জি।