দুর্গাপুরের ডিভিসি মোড়ে দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর, প্রতিবাদে পথ অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৪ ডিসেম্বরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ডিভিসি মোড়ে জাতীয় সড়কের উপর। মৃতের নাম নিরঞ্জন সিং(৪৫)। ওই ব্যাক্তি ভগৎ সিংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সুত্রে খবর, প্রতিদিনের মতো আজ রাত ৯টা নাগাদ সাইকেলে করে কাজ সেড়ে বাড়ি ফিরছিলেন নিরঞ্জনবাবু। সেই সময় নিউটাউনশিপ থানার অধীনস্থ দিভিসি মোড়ে জাতীয় সড়কের উপর একটি চার চাকার গাড়ি নিরঞ্জনবাবুর সাইকেল ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ম্ররত্যু হয় তাঁর। ঘটনার খবর চাউড় হতেই এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিভিসি মোড় সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এসিপি(দুর্গাপুর) ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনীও পৌঁছোয় ঘটনাস্থলে। উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়দের অভিযোগ এই জায়গায় গত এক বছরে দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। যার পেছনে কারন রয়েছে ডিভিসি মোড় সংলগ্ন জাতীয় সড়কের সার্ভিস রোডের জটিল যাতায়াতের সংযোগস্থল। কিন্তু বার বার বলা সত্বেও কোনো সমাধান হয়নি। গোটা ঘটনায় ডিভিসি মোড় থেকে দুর্গাপুর স্টেশন রোড গোটা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশের তরফে ক্ষতিপূরণ সহ সমস্যা সমাধানের আশ্বাস মিললে অবরোধ তুলে নেওয়া হয়।