বন্ধ হতে চলেছে দুর্গাপুরের বিগবাজার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫সেপ্টেম্বরঃ
ছক্কে পে ছক্কা, না এটা কোনো খেলার খবর নয়, এটা সম্পূর্ন ব্যবসার খবর, বলা ভাল এক জনপ্রিয় ব্যবসায়িক সংস্থার খবর, যারা ব্যবসার জগতে একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন। হ্যাঁ একদম ঠিক, কথা হচ্ছে আম্বানিদের নিয়ে। বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি। যার বর্তমানে সম্পত্তির মূল্য প্রায় ৮০.৬০ বিলিয়ন ডলার।
এবার এই আম্বানি গ্রুপে জুড়ল ভারতের একটি বিখ্যাত খুচরো বিপণন সংস্থা, অর্থাৎ বিগ বাজার সহ ফিউচার গ্রুপের খুচরো বিপণনের জায়গা দখল করে নিলো রিলায়েন্স গ্রুপ। বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছিল, শনিবার তা সত্যি হলো অর্থাৎ এদিন রিলায়েন্স গোষ্টীর তরফে একথা সরাসরি জানানো হয়। অর্থাৎ কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠীর মালিকানা কিনতে রিলায়েন্স গোষ্ঠী ২৪ হাজার ৭১৩ কোটি টাকা খরচ করতে চলেছে। এই অধিগ্রহণের ফলে এবার থেকে ফিউচার রিটেলের প্রায় ১৮০০ ও ফিউচার লাইফস্টাইলে ৩৫০-র বেশি বিপণি রিলায়েন্সের অধীনে এল। তার মধ্যে রয়েছে বিগ বাজার, এফবিবি, ইজি ডে, ডব্লুএইচ স্মিথ, হেরিটেজ ফ্রেশের মতো বিপণি। অবশ্য শুধুমাত্র ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত বিপণির হস্তান্তর হয়েছে। ফিউচার গ্রুপের বিমা ও আর্থিক পরিষেবা সংক্রান্ত ব্যবসার হস্তান্তর হয়নি বলেই জানা গিয়েছে। ফলে দুর্গাপুর সহ সারা ভারতের সমস্ত বিগ বাজার বিপণন কেন্দ্রগুলি বন্ধ হতে চলেছে, তবে মুকেশ কন্যা ঈশা আম্বানি একটি বিবৃতিতে জানান যে ফিউচার গোষ্ঠীকে তাঁরা নিজেদের সংস্থার অন্তর্গুক্ত করেছে তবে ফিউচার গোষ্ঠী তাদের নিজস্ব ব্যবসায়িক পরিকাঠামোও চালু রাখতে পারবে।
জানা গিয়েছে, করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে মার খেয়েছে ফিউচার গ্রুপের ব্যবসা। বাজারে ভালোই ধার হয়েছে কিশোর বিয়ানির। সেই সুযোগটাই কাজে লাগালেন মুকেশ আম্বানি। এই লগ্নির টাকায় বাজারে নিজেদের ধার মেটাতে পারবে ফিউচার গ্রুপ। অন্যদিকে ভারতে এবার রিটেল ব্যবসায় নিজের পা আরও মজবুত করলেন মুকেশ আম্বানি।