ইন্ডেন উপভোক্তাদের জন্য বড় খবর! হোয়াটস অ্যাপেও এবার করতে পারবেন সিলিন্ডার বুকিং
আমার কথা, নিউজ ডেস্ক, ২৮অক্টোবরঃ
রান্নার গ্যাসের গ্রাহকদের সুবিধার্থে এবার গ্যাস বুকিংয়ে আসতে চলেছে বড় পরিবর্তন। একদিকে যেমন সিলিন্ডার বুকিংয়ে নতুন ফোন নাম্বার জারি করেছে ইন্ডেন তেমনই আবার গ্রাহক রেজিস্টার নাম্বার থেকে হোয়াটস অ্যাপের মাধ্যমেও বুক করতে পারবেন সিলিন্ডার।
প্রসঙ্গতঃ দেশের সব থেকে বড় সরকারী তেল কোম্পানী ইন্ডিয়ান অয়েল এলপিজি উপভোক্তাদের জন্য তাদের সিলিন্ডার বুকিংয়ের নাম্বারে পরিবর্তন এনেছে। ১লা নভেম্বর থেকে পুরোনো নাম্বারে আর সিলিন্ডার বুক করা যাবে না। সিলিন্ডার বুক করার জন্য কোম্পানীর তরফে 7718955555 নতুন নাম্বারে ফোন করে সিলিন্ডার বুক করা যাবে বলে জানানো হয়েছে। তবে তার জন্য উপভোক্তাকে রেজিস্টার্ড নাম্বার থেকে কল করে সঠিক বিকল্প বেছে নিলেই বুক হয়ে যাবে রিফিল সিলিন্ডার। পাশাপাশি হোয়াটস অ্যাপের মাধ্যমে বুক করতে হলে গ্রাহককে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে REFILL লিখে 7588888824 নাম্বারে মেসেজ পাঠিয়ে দিলেই বুক হয়ে যাবে সিলিন্ডারটি।