ঘরের মেয়েকে “খামোশ” করে দিয়ে বাংলায় বিপুল জয় “বিহারীবাবুর””
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৬ এপ্রিলঃ
ঘরের মেয়েকে প্রত্যাখ্যান করলো আসানসোল লোকসভা কেন্দ্র। ব্যাপক ভোটে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
শনিবার আসানসোল লোকসভা উপনির্বাচনে জয় লাভ করলো তৃনমুল কংগ্রেস প্রার্থী শুত্রুঘন সিনহা। অবশেষ শেষ রাউন্ড গণনার পরে ৩ লক্ষ ৫৪৩ ভোটে জয় লাভ করেন শত্রুঘ্ন। তৃণমূল পেয়েছে ৬লক্ষ ৫২ হাজার ৫৮৬টি, দ্বিতীয় হলো বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, উনি ভোট পেয়েছে, ৩ লক্ষ ৫২ হাজার ০৪২ টি। শনিবার সকালেই কাউনটিং সেন্টারে চলে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।
নির্দিষ্ট সময়ে প্রথমে ব্যালট পেপার গণনার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গণনা। প্রথম রাউন্ড শেষে বিজেপি এগিয়ে থাকলেও বেলা যত বেড়েছে ভোটের ফলাফল ঘুরতে শুরু করে। একের পর এক বিধানসভায় এগিয়ে যেতে থাকে তৃনমূল কংগ্রেস। এর মাঝেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গণনা কেন্দ্রে আসেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম।
এদিন গণনাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছিল।
এদিন গণনা চলাকালীন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। মানুষ স্বতঃফূর্ত ভাবে ভোট দিয়েছে।
এর পরে দুপুর নাগাদ কাউনটিং সেন্টার থেকে বের হন অগ্নিমিত্রা পাল, সে সময় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, বারাবনিতে আমাকে মারা হল, আমার তিনজন নিরাপত্তা রক্ষী আহত হল।তবে শত্রুঘ্নকে শুভেচ্ছা জানায়।
এর পরে অগ্নিমিত্রার গাড়ি গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় বিজেপি ও তৃনমূল দু দলের সমর্থকরা কাছাকাছি চলে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দিয়ে অগ্নিমিত্রার গাড়িটি বেরতে সাহায্য করে।
এদিকে তৃণমূলের এগিয়ে থাকার খবর পেয়ে কর্মীরা
উল্লাস করতে শুরু করে।
দলীয় কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী মলয় ঘটক, শত্রুঘ্ন সিনহা, কল্যাণ বন্দাপাধ্যায় সহ একাধিক নেতা কর্মীরা।
এদিন শত্রুঘ্ন সিনহা বলেন, আমার এই জয় মমতা ব্যানার্জির জয়।
আসানসোল উপ নির্বাচনের ভোট গণনার ফলাফল
আসানসোল দক্ষিণ – ২০৮৫৩
আসানসোল উত্তর – ১৬৪০০
কুলটি – ৩৯৫ (বিজেপি)
জামুড়িয়া – ৫১২৯২
বারাবনি – ৭২৯৪৯
পাণ্ডবেশ্বর – ৯৫৪০৪
রানীগঞ্জ – ৪৪০৪০