ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ, দুর্গাপুরে বিনামূল্যে বাইকের স্বাস্থ্য পরীক্ষা
আমার কথা, দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারীঃ
জন সাধারনের স্বার্থে তাদের পাশে সর্বদা রয়েছে পুলিশ। সে করোনার সময়েই হোক, কিংবা মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়াই হোক বা বৃদ্ধ বৃদ্ধাদের বিপদে তাদের পাশে দাঁড়ানোই হোক। তাছাড়া দুর্ঘটনা এড়াতে সাধারন মানুষকে সচেতন করতে পুলিশের অগ্রণী ভূমিকা তো রোজের চিত্র। তা সে চক্ষু পরীক্ষা শিবির, হেলমেট প্রদান সহ নানা কর্মসূচী নিতে দেখা যায় পুলিশকে। এবার এক অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। আজ বুধবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীতে দুর্গাপুর হাউসের সামনে একটি চলতি বাইকের স্বাস্থ্যপরীক্ষা শিবির আর তা সম্পূর্ণ বিনামূল্যে।
দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক জানান, বিভিন্ন নামী বাইক কোম্পানীর টেকনিশিয়ান, মেকানিকদের দ্বারা এই শিবিরে পথচলতি বাইক আরোহিদের বাইক পরীক্ষা নিরিক্ষা করা হয়। তাতে যে যে বাইকের যা যা সমস্যা আছে সেই সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। যেমন বাইকের লাইট, ইন্ডিকেটর, ব্রেক ইত্যাদির সমস্যা থাকলে সেগুলো হয় মেরামত কিংবা সেগুল্লিকে পালটে নতুন যন্ত্র লাগিয়ে দেওয়া হয়। এরকম ৭৪ জনের বাইকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আমাদের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। আগামীদিনেও এই কর্মসূচী চলবে।