প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন পালন
আমার কথা, দুর্গাপুর, ১৪ নভেম্বরঃ
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, পন্ডিত জওহরলাল নেহেরুর ১৩৫তম জন্মদিবস পালিত হল বৃহস্পতিবার। এই উপলক্ষ্যে জহরলাল নেহেরু মেমোরিয়াল সোসাইটির সভাপতি ও সমাজসেবী দেবেশ চক্রবর্তীর উদ্যোগে দুর্গাপুর হাউস সংলগ্ন রোটারিস্থিত নেহেরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শিশু প্রেমী পন্ডিতজীর জন্মদিনে “জাতীয় শিশু দিবস” হিসাবে হোপ স্কুলের বিশেষ ভাবে সক্ষম বাচ্চারা সিনথেসাইজার বাজিয়ে নাচ গান করে অনুষ্ঠানটিকে মনোজ্ঞ করে তোলে। সোসাইটির তরফ থেকে তাদের হাতে মিষ্টান্ন সহ বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট বিট্টু ভৌমিক ও বিশ্বজিৎ ঘোষ, হোপ স্কুলের অধ্যক্ষা মতলবা বেগম, প্রবীণ সমাজসেবী সুদেব রায়,রবীন গাঙ্গুলি সহ সোসাইটির কর্মী ও সাধারণ মানুষ।