বিশ্বনাথ পাড়িয়াল এবার বিজেপিতে?
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১২ডিসেম্বরঃ
১২ই জানুয়ারী মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় যোগ দিতে আসছেন নব্য বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাঁর দুর্গাপুরে আগমনকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা, আর এই জল্পনার মূল আলোচ্য বিষয় কংগ্রেস বিধায়ক তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল কি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন?
প্রসঙ্গতঃ গত মাসে যেদিন কাঁকসায় সাংসদ সুনীল মন্ডলের বাড়িতে রাতের বেলা শুভেন্দু অধিকারী এসেছিলেন সেদিনই দুর্গাপুরে দিনের বেলা মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারী।। রাতের বেলা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে রুদ্ধদ্বার বৈঠকও করেছিলেন তিনি। এমনকি তার পরের দিনই তিনি জেলা সভাপতির পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন। এরপরেই তিনি নাকি বিজেপিতেও যোগ দেবেন বলে শিল্পাঞ্চলে একটা হাওয়াও উঠেছিল। তবে নিন্দুকেরা বলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়োর আপত্তির জন্যই জিতেন্দ্র তিওয়ারীকে ব্যাকফুটে যেতে হয়েছিল।
এবারও রাজনীতিবিদদের একাংশ সেই একই ঘটনার ছায়া দেখতে পাচ্ছেন বিশ্বনাথ পাড়িয়ালের সোমবারের সাংবাদিকদের সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার ঘটনায়। ফলে শিল্পাঞ্চল রাজনীতির আকাশে বাতাসে এখন এই জল্পনাই চলছে যে তাহলে কি এবার বিশ্বনাথ পাড়িয়ালও জিতেন্দ্র তিওয়ারীর পথেই হাঁটতে চলেছেন? কারন শুভেন্দু অধিকারীর সভার ঠিক আগের দিনই বিশ্বনাথ পাড়িয়ালকে বেসুরো হতে দেখা গেল। দেখা গেল দলেরই একাংশের বিরুদ্ধে সুর চড়াতে। শুধু তাই নয়, গত বিধানসভা নির্বাচনের আগেও বিশ্বনাথ পাড়িয়াল তৃণমূল ছেড়ে তৃণমূলেরই অপর এক বরিষ্ট শিল্পাঞ্চল নেতা তথা দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখার্জীর বিরুদ্ধে কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তাই দলবদলের বিষয়টিতে বিশ্বনাথ বাবু যথেষ্ট পরিপক্ক বলেই দাবি করছেন রাজনীতিবিদদের একাংশ। তবে আসলে কি হতে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছু সময়।