ফের বেসুরো বিশ্বনাথ পাড়িয়াল, নির্বাচনের আগে দুর্গাপুরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১জানুয়ারীঃ
ফের বেসুরো শাসকদলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। দলেরই কিছু নেতা মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সাথে এও জানালেন যে তাদেরই জন্য কাজ করতে পারছেন না তিনি।
আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল জানান, গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় বহিরাগতদের নয়, স্থানীয়দের চাকরী দিতে হবে এই দাবি তিনি বহুদিন ধরে জানিয়ে আসছেন। গত পাঁচ বছর ধরে স্থানীয় তৃনমূল কর্মীরা কারখানা এলাকায় স্থানীয়দের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি নাম না করে দলেরই প্রাক্তন আইএনটিটিইউসি সভাপতি প্রভাত চ্যাটার্জীর বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে বলেন টাকার বিনিময়ে বহিরাগতদের ওই কারখানায় চাকরিতে নিয়োগ করিয়ে স্থানীয়দের বঞ্চিত করা হচ্ছে। সেই কারনে এক সময় দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে একজন মন্ত্রীর উপস্থিতিতে ওই কারখানায় শ্রমিক সংগঠনও ভেঙ্গে দেওয়া হয়েছিল বলেও তিনি জানান। এরপর বিশ্বনাথবাবু যখন জেলা সভাপতি হন তখন থেকে এই আন্দোলন আরো জোরদার হয় বলে তাঁর দাবি। কিন্তু তাঁর অভিযোগ তিনি দায়িত্ব পেলেও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
এর আগেও তিনি যে কাজ করতে পারছেন না তা নিয়ে কলকাতায় গেছিলেন কথা বলতে। সেখানে উচ্চ নেতৃত্বের সাথেও কথা বলেছেন। বিশ্বনাথবাবু জানান তাঁকে উচ্চ নেতৃত্ব আস্বস্তও করেছিল। কিন্তু তারপরেও কোনো কাজ হচ্ছে না। তারপরেও পেছন থেকে কেউ টানছে। যারা এই কাজ করছেন সে নেতা মন্ত্রী কিংবা আমলাই হোক না কেন এতে দলেরই ক্ষতি হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন।
এদিকে ওই কারখানার গেটের সামনে আন্দোলনরত এক তৃণমূল নেতা মৌলিক চ্যাটার্জী বলেন, গত তিন মাস ধরে গেটের সামনে স্থানীয়দের চাকরির দাবিতে ধর্ণায় বসেছেন তাঁরা। এরপর কর্তৃপক্ষ স্থানীয় নেতৃত্বের সাথে বৈঠক করারও সিদ্ধান্ত নেয় যে স্থানীয়দের চাকরি দেওয়া হবে। শুধু তাই নয় দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ও স্থানীয়দের অগ্রাধিকারের কথা বলেছেন। অথচ কর্তৃপক্ষ বিষয়টা টালবাহানা করে যাচ্ছে আর এর পেছনে স্থানীয় কোনো নেতাদের মদতে এটা হচ্ছে বলে অভিযোগ। রাতের অন্ধকারে বাইরের ছেলেদের কারখানায় ঢুকিয়ে নিয়ে কাজ করাচ্ছে। এভাবে চলতে থাকলে তাঁরা আর কোনো নেতা মন্ত্রীকে মানবেন না, সাথে জঙ্গি আন্দোলনের পথেও পা বাড়াতে পিছ পা হবেন না।
সামনেই বিধানসভা নির্বাচন আর তার আগে ফের একবার দুর্গাপুরে শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে, আর এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আগামীদিনে বিষয়টি জঙ্গি আন্দোলনের দিকেও যেতে পারে তার প্রছন্ন হুমকি দিয়ে রাখলেন তৃণমূলেরই এক নেতা। ফলে শাসকদলের এই গোষ্ঠোকোন্দল দলকে যে ফের অস্বস্তিতে ফেলল তা আর বলার অপেক্ষা রাখে না।