নস্করবাঁধে বিজেপির দাপাদাপি, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২২এপ্রিলঃ
রাজ্যের ষষ্ঠ দফা ভোটে নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠছে শাসক বিরোধী উভয়ের বিরুদ্ধেই। কাঁকসা ব্লকের চাকতেঁতুল পঞ্চায়েতে ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ ভোটারদের ভয় দেখানোরও। বিজেপির হিংসার প্রভাবে আহত হলেন এক তৃণমূল সমর্থক বলে অভিযোগ শাসক দলের।
তৃণমূল নেতা জাকির হোসেনের অভিযোগ, নস্করবাঁধ এলাকার বাসিন্দা প্রিয়্রঞ্জন মন্ডল নামে তাদেরই এক দলীয় কর্মী যখন ভোট দিতে যাচ্ছিলেন সেই সময় লাঠিসোটা নিয়ে তার উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বলে অভিযোগ। ওই তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করা হলে জখম হন তিনি৷ এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।