দুর্গাপুরের ১৭নং ওয়ার্ডে তৃণমূলের ফেস্টুন চুরি ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮এপ্রিলঃ
রাজ্যে শুরু হয়েছে একুশের বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তিন দফার ভোট হয়ে গেছে, বাকি চার দফার ভোটের মধ্যে সপ্তম দফায় ভোট রয়েছে পশ্চিম বর্ধমান জেলায়। নির্বাচন যাতে শান্তিতে হয় তাই ভোটের নির্ঘন্ট প্রকাশিত হওয়ার আগেই এই রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। অনেকদিন হল রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে এই জেলারও নানা জায়গায় বশেশ করে স্পর্শকাতর এলাকাগুলিতে চলছে রুটমার্চ। পাশাপাশি ভোটারদের সচেতন করতে সাথে অরপ্তীকর পরিস্থিতি এড়াতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনের নজরদারি চলছে চারিদিকে। কিন্তু এত সবের পরেও প্রায় প্রতিদিনই কিছু না কিছু রাজনৈতিক অপ্রীতিকর ঘটনা ঘতেই চলেছে। যেমনতা ঘটল দুর্গাপুরের ১৭নং ওয়ার্ডের উত্তরপল্লী এলাকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ বৃহস্পতিবার সকালে কর্মী সমর্থকরা দেখতে পান যে তাদের দলীয় ফেস্টুন কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। শুধু তাই নয় ফেস্টুন চুরিরও অভিযোগ উঠছে। তৃনমূলের তরফে অভিযোগ আনা হচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে তৃণমূলের ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে দুর্গাপুর থানার পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।