পরিবর্তন যাত্রার মাঝে দুর্গাপুরে পোস্টার ছেঁড়ার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ফেব্রুয়ারীঃ
মানকরের পর এবার দুর্গাপুরের বিধাননগর এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সমর্থনে লাগানো দলীয় পতাকা ও ফেক্স পস্টার ছিঁড়ে ড্রেনে ফেলে দিলো দুষ্কৃতিরা। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিধাননগরের স্টিল পার্ক মোড়ের কাছে পথে বসে পড়ে অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে পুলিশ অবরোধ ওঠাতে গেলে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়।
বিজেপির অভিযোগ দিন কয়েক আগে বিধাননগরে পাম্প হাউসের সামনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ফ্লেক্সে কেউ বা কারা অশ্লীল ছবি এঁকে দেয়। এরপর কয়েকদিন কেটে গেলেও এখনও পর্যন্ত্য অভিযুক্তরা অধরা। পুলিশ কাউকেই গ্রেফতার করেনি এখন পর্যন্ত্য। সেবারেও বিজেপি কর্মীরা পথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলে তাদের অভিযোগ।
এদিকে সেই ঘটনার রেশ কাটার আগেই ফের শনিবার এই ঘটনা। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।