বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিষয়-সম্পত্তির পরিমান কত?
আমার কথা, মুনমুন দত্ত, ১০ মেঃ
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। দাপুটে এই রাজনীতিবিদ জোর কদমে প্রচার চালাচ্ছেন নিজের কেন্দ্রে। শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রামের আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখা করছেন ভোটারদের সাথে। কখনও বেলাগাম মন্তব্যের কারনে জড়িয়েও পড়ছেন বিতর্কে। এই প্রার্থীর হয়ে প্রচারে আসতে দেখা যাচ্ছে সব হেভিওয়েট নেতা মন্ত্রীদেরও। খোদ বিদায়ী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহও তাঁর সমর্থণে প্রচার করে গিয়েছেন। এহেন বিজেপি প্রার্থীর বিশয় সম্পত্তি কত তা নিয়েও কৌতূহল রয়েছে প্রার্থীর কেন্দ্রের ভোটারদের। “আমার কথা নিউজ” দিলীপ ঘোষের বিশয় সম্পত্তির খতিয়ান তুলে ধরল এই প্রতিবেদনে।
২০১৬ সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন। ২০১৯ সালে মেদিনীপুর আসন থেকে জিতে তিনি সাংসদ হন। নির্বাচন কমিশনে তিনি মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিয়েছেন হলফনামা। হলফনামা বলছে কোটিপতি দিলীপ ঘোষ। সেই হলফনামা খতিয়ে দেখলো “আমার কথা নিউজ”।
একবারের সাংসদ তিনি। প্রথমবার মেদিনীপুরের আসন থেকে জিতে সাংসদ হলেও দ্বিতীয়বার সেই আসন থেকে আর টিকিট মেলেনি। দ্বিতীয়বারের জন্য দিলীপ ঘোষ টিকিট পেয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় দিলীপ ঘোষ উল্লেখ করেছেন তার আয়ের মূল উৎস বেতন ও ভাতা৷
২০২০ অর্থবর্ষে তার আয় ছিল ৭ লক্ষ ৭২ হাজার ২৩০ টাকা।
২০২০-২২ অর্থবর্ষে তার আয় ছিল ১৩ লক্ষ ৫০ হাজার ৮৬০ টাকা।
২০২২-২৩ অর্থবর্ষে তার আয় ছিল ৯ লক্ষ ৩৩ হাজার ৯৫০ টাকা।
হলফনামা অনুযায়ী দিলীপ ঘোষের সাংসদ হিসেবে আয় মাসে ১ লক্ষ ৯০ হাজার টাকা।
দিলীপ ঘোষের স্থাবর সম্পত্তির পরিমান
– দিলীপ ঘোষের আছে জমি ও কলকাতার নিউটাউন এলাকায় একটা ফ্ল্যাট
– তার যে ১.৮৮ একর চাষযোগ্য জমি আছে সেই জমির বর্তমান মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
– উত্তরাধিকার সূত্রে তিনি কুলিয়ানায় ৮০০ বর্গফুটের বাড়ি পেয়েছেন যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা
– অন্যদিকে ওই ফ্ল্যাট তিনি ৯৯ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন
– সব মিলিয়ে স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪২ লক্ষ টাকা
দিলীপ ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ :
* এস বি আই সেভিংস অ্যাকাউন্টে ১,৫৬,৭০৬ টাকা
* এস বি আই সেভিংস অ্যাকাউন্টে ১৬,৪৬,৬৩৬ টাকা
* ব্যাংক অফ বরোদা সেভিংস অ্যাকাউন্টে ৫১,০৭১ টাকা
* এল আই সি- ১,৪০,১০০ টাকা
* হাতে নগদ-৩,৫০,০০ টাকা
* পোস্ট অফিস সেভিংস 331076 টাকা
* পোস্ট অফিস এম আই এস- ৩,৩১,০৭৬ টাকা
* পোস্ট অফিস এন এস সি- ৫,০০,০০০ টাকা
* পোস্ট অফিস রেকারিং- ৪,২০,০০০ টাকা
* এই মুহুর্তে তার হাতে নগদ অর্থ রয়েছে সাড়ে তিন লক্ষ টাকা
সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০লক্ষ ৪৩৫ হাজার ৫৮৯ টাকা
ব্যাংক থেকে দিলীপ ঘোষ ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন