জল্পনার অবসান ঘটিয়ে গলসী কেন্দ্রে সরানো হল বিজেপি প্রার্থী তপন বাগদিকে
আমার কথা, পূর্ব বর্ধমান(গলসী), ২৯মার্চঃ
অবশেষে গলসী বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বদলে দেওয়া হল। বুদবুদের চাকতেঁতুল অঞ্চলের বাসিন্দা তপন বাগদির জায়গায় প্রার্থী করা হল দুর্গাপুরের বাসিন্দা তথা কাঁকসার অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের শিখক বিকাশ বিশ্বাসকে। বেশ কিছুদিন ধরেই এই রপার্থী বদলের জিল্পনা চলছিল যা সোমবার বাস্তবে রুপ নিলো।
প্রসঙ্গতঃ বিজেপির প্রার্থী তালিকা ঘোষনার পর জোরকদমে প্রচারে নেমে পড়েছিলেন গলসী কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন বাগদি। প্রায় ৭৫ শতাংশ প্রচার সেড়েও ফেলেছিলেন বলে দাবি জানান তপনবাউ। এরই মধ্যে আচমকাই দেখা গেল ওই কেন্দ্রের বিভিন্ন জায়গায় তপন বাগদির বিরুদ্ধে না বোনেদের নামে তপন বগাদির বিরুদ্ধে ধর্শনের অভিযোগে পোস্টার পড়তে শুরু করে। এমতবস্থায় গত শনিবার গোলসি বিধানসভায় বিজেপির প্রার্থী কে প্রার্থীপদ থেকে সরে যাওয়ার কথা বলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়া। শনিবার বর্ধমান সদর জেলায় সাংবাদিক বৈঠক করে বিষয়টি প্রকাশ্যে আনেন তপন বাগদি। দলের বিরুদ্ধে তিনি অভিযোগ তোলেন তাকে চক্রান্ত করে সরানোর চেষ্টা চালানো হচ্ছে। তাকে প্রার্থী পদ থেকে সরানো হলে তিনি বিজেপির সদর দপ্তরের সামনে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে আজ সোমবার তপন বাগদি মনোনয়নপত্র জমা দিতে গেলে তাঁকে মনোনয়নপত্র জমা দিতে বারন করা হয় সাথে তাঁকে জানিয়ে দেওয়া হয় যে তাঁকে প্রার্থী পদ থেকে সরিয়ে দিয়ে তার জায়গায় বিকাশ বিস্বাসকে প্রার্থী করা হচ্ছে দলের তরফে।
নির্বাচনের ঠিক আগেই এভাবে প্রার্থী বদলে কি দলের কোনো অসুবিধায় পড়তে পারে?
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন গোলসি বিধানসভার প্রার্থী বদল হয়েছে ঠিকই তবে এতে সুবিধা-অসুবিধার কোন প্রশ্নই ওঠে না। দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে এতে অসুবিধার কিছু নেই। পুনরায় কর্মীদের আবার জোর কদমে দেওয়াল লিখনের কাজে নামতে হবে। তাতে খুব একটা বড় সমস্যা হবেনা।