নিজের কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে দেখলেন বিজেপি প্রাত্থী জিতেন তিওয়ারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬এপ্রিলঃ
সোমবার সকাল সকাল বিভিন্ন বুথে ভোট প্রক্রিয়া তদারকি করলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। বৈদ্যনাথপুর হাইস্কুল বুথ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র বাবু জানান শান্তি ও নির্বিঘ্নে ভোট চলছে। সব বুথে বিভিন্ন দলের পোলিং এজেন্ট রয়েছে । ভোট প্রক্রিয়া নিয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ নেই বলে জানান তিনি । পাশাপাশি তিনি প্রশংসা করেন কমিশনের । নির্বিঘ্নে যাতে ভোট হয় তার জন্য কমিশন যে সব পদক্ষেপ নিয়েছে তাতে তিনি খুশি বলে জানান ।