আসানসোলে জিতে গেলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র পত্নী
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৪ ফেব্রুয়ারীঃ
আসানসোলে চলছে ভোটগণনা। একাধিক ওয়ার্ডে বিজেপিকে পেছনে ফেলে তৃণমূল এগিয়ে গেলেও, আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে বড়রকম সাফল্য পেল বিজেপি। এই ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। জয়ী হলেন তিনি ৩৩০০ টি ভোটে। যাতে উজ্জীবিত গেরুয়া শিবির।
তবে,আসানসোলের একাধিক ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। যে ওয়ার্ডগুলো হলো ১ থেকে ১৩ নম্বর ওয়ার্ড, এছাড়া ১৬ নম্বর ওয়ার্ড, ১৯ নম্বর ওয়ার্ড ও ৪৪ নম্বর ওয়ার্ড। প্রসঙ্গত, ভোটের দিন যেভাবে হেনস্থার সম্মুক্ষীন হতে হয়েছিল চৈতালি তিওয়ারিকে। সে দিক থেকে বিচার করলে তাঁর এই জয় গেরুয়া শিবিরের একটি বড়সড় সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।