“রাজ্য সরকারের কল্যানে বিজেপির ঘরের মেয়েরা কন্যাশ্রী পায়”-আসানসোলে বেচারাম মান্না
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৯ ফেব্রুয়ারীঃ
আসানসোল পৌর নিগম নির্বাচনে কুলটি বিধানসভা অঞ্চলে ১০২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ মাজি হয়ে প্রচারে আসেন রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না ও পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি দেবু টুডু। রাজ্যের মন্ত্রী রাজ্য সরকারের উন্নয়নের কথা এদিন তুলে ধরলেন , বললেন রাজ্যের সরকার যে ভাবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে কাজ করে আসছে। কোনো ধর্ম না দেখে, কোনো রাজনৈতিক রঙ না দেখে রাজ্যের সবার জন্য কাজ করছেন মুখ্যমন্ত্রী। বিজেপির ঘরের মেয়েরাও কন্যাশ্রী পাচ্ছে আর সবুজসাথীর সাইকেল নিয়ে বিজেপি নিজেদের মিটিংয়ে যাচ্ছে। তাই এই উন্নয়ণকে আরো তরান্বিত করতে তৃণমুল প্রার্থীদের কে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন জানান তিনি।অপরদিকে ধর্মের নামে ভোটকে প্রত্যাখ্যান করতে বললেন দেবু টুডু।