কাঁকসায় নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ বিজেপির জেলা সভাপতির ভাইপোর বিরুদ্ধে

আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫মেঃ
নিজের দলেরই এক কর্মীর নাবালিকা মেয়েকে ব্ল্যাকমেইল করে বহুদিন ধরে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের ভাইপোর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন নির্যাতিতার বাবা।
কাঁকসার বাসিন্দা তথা নির্যাতিতার বাবা যিনি নিজেও এলাকায় একজন বিজেপি কর্মী বলে পরিচিত। তাঁর অভিযোগ, বিজেপির জেলা সভাপতি লক্ষ্মণ ঘোরুইয়ের ভাইপো তথা বিজেপি কর্মী সহদেব ঘোড়ুই তার বাড়িতে নিত্য যাতায়াত করত। সেই সুত্রে তাঁর মেয়ের সাথে সহদেব ঘোড়ুইয়ের পরিচয়। অভিযোগ একদিন সহদেব ঘোড়ুই তাঁর মেয়েকে মাদক খাইয়ে ধর্ষণ করে সেই ছবি মোবাইলে রেকর্ডিং করে নেয়। এরপর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে পরবর্তীকালে একাধিকবার ধর্ষণ করা হয় তাঁর মেয়েকে বলে অভিযোগ। পরে তাঁর মেয়ে বাড়িতে সবাইকে জানালে ওই নাবালিকার বাবা কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই নারকীয় ঘটনার জন্য সহদেব ঘোড়ুইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই নাবালিকার বাবা।
নির্যাতিতা ওই নাবালিকার অভিযোগ যে, সহদেব ঘোড়ুই তাকে ধর্ষণ করে সেই ছবি মোবাইলে রেকর্ডিং করে তা নিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে একাধিকবার শারীরিক নির্যাতন করে। সাথে তাঁকে প্রাননাশেরও হুমকি দেয় বলে অভিযোগ।
অপরদিকে এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি তথা অভিযুক্তের কাকা লক্ষ্মণ ঘোড়ুই বলেন যে, “আমি বিষয়টি শুনেছি। তবে এটি সত্যি না মিথ্যে তা আমার জানা নেই। তবে যেহেতু আমাদের দলের কর্মী এই অভিযোগ এনেছে তখন আমি অবশ্যই তাঁর সাথে কথা বলে সত্যিটা জানার চেষ্টা করব।”
পাশাপাশি কাঁকসা ব্লকের তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন যে, “বিজেপি দলটি যে সমাজবিরোধীতে ভরে গেছে এই ঘটনা তারই প্রমান। বিজেপি দলটি ভয়ঙ্কর দল। চোর, গুন্ডা, বদমাশে ভরে গেছে, অথচ তাঁরা অন্যের সমালোচনা করে। এটি নিন্দনীয় ঘটনা। আমরা চাই অভিযুক্তের চরম শাস্তি হোক”