পান্ডবেশ্বরে বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ঘেরাও
আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ মেঃ
বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি পান্ডবেশ্বর বিধানসভার হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিলপাহাড়ি গ্রামের।নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে বলা হয়।
পান্বিডবেশ্জেবর বিধানসভার অন্তর্গত বিলপাহাড়ি গ্রামের ২৬ নং বুথ বিলপাহাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিজেপির পোলিং এজেন্ট অশেষ ঘোষের বসার কথা ছিল। কিন্তু সকাল থেকে অশেষবাবুর বাড়ি ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
বিজেপির পোলিং এজেন্ট অশেষ ঘোষ বলেন, “সকাল থেকে তৃণমূলের হার্মাদ বাহিনী বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। বুথে বসতে দিচ্ছে না তৃণমূল। আমি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি”।
অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূল নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, “আমাদের গ্রামে কোনো রাজনৈতিক ঝামেলা নেই। শান্তিপূর্ণ গ্রাম আমাদের। যিনি বলছেন তিনি মিথ্যে কথা বলছেন। আমরা চাই সবাই সুস্থভাবে ভোট দিক”