আসানসোলে বিজেপির অনুষ্ঠানে চরম বিশৃঙখলা, মৃত ১শিশু সহ ২ মহিলার
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৫ ডিসেম্বরঃ
বিজেপি তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কম্বল বিতরন অনুষ্ঠানকে কেন্দ্র করে আসানসোলে বুধবার চরম বিশৃঙখলার মধ্যে মৃত্যু হল তিনজনের, যার মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জন। মৃতরা হল চাঁদমনি দেবী(৫৪), ঝালি দেবী(৫০) ও প্রীতি সিং(১২)।ঘটনাটি ঘটেছে আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায়। এদিন বিজেপির পক্ষ থেকে শিব চর্চা নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছিল। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই অনুষ্ঠানের জন্য কোনো প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই অনুষ্ঠানের জন্য তারা অনুমতি নিয়েছিলেন। এদিকে কম্বল বিতরণকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে চার জন। ঘটনার কোন পুলিশি পারমিশন ছিল না বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্ত এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি কৃষ্ণেন্দু মুখার্জি। সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব এদিন বিরোধী দলনেতা অনুষ্ঠান মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় বিশৃঙ্খলা ঘটনার জেরে তিনজনের মৃত্যু ও পাঁচজন আহত হয় আহতদের দেখতে হাসপাতালে আসেন পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুনপ্রসাদ ও আসানসোলের স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিজেপি নেতৃত্ব। এদিন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক ঘটনায় আহত ও নিহতদের পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালে আহতদের দেখতে আছেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি বলেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের পাশে রয়েছেন তারা ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এদিকে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য হাসপাতালে প্রচুর পুলিশ মোতায়েন করা আছে।