“বিজেপি বাঙ্গালী বিরোধী দল তাই আমি ছেড়েছি”- পান্ডবেশ্বরে বাবুল
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৬মেঃ
বিজেপি নয়, আসানসোলের মানুষ দু’বার জিতিয়ে ছিলেন আমাকে। শুক্রবার নতুন শোনপুর গ্রামে একটি ধার্মিক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়।
খনি সম্প্রসারণের কারণে শোনপুর গ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হয় হরিপুর কোলিয়ারি সংলগ্ন এলাকায়। এলাকাটির নামকরণ হয় নতুন শোনপুর গ্রাম। পুরোনো জায়গা থেকে গ্রামের দেবদেবীদের নতুন জায়গায় এনে প্রাণ প্রতিষ্ঠা করা হয় কয়েকদিন আগে। সেই উপলক্ষে নতুন গ্রামে চলছে সপ্তাহব্যাপী ধার্মিক অনুষ্ঠান। শুক্রবার সেই অনুষ্ঠানে যোগ দেন বালিগঞ্জ বিধানসভার নব্য তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, সাথে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা। সেখানে বাবুল সুপ্রিয় বলেন আসানসোল লোকসভা কেন্দ্রে জিতে আমি দু’বার সাংসদ হয়েছিলাম। বিজেপিকে নয় এখানকার মানুষ ভোট দিয়ে জিতিয়ে ছিলেন আমাকে। তাই উপ নির্বাচনের আগেই আমি বলেছিলাম এবার আসানসোলে বিজেপি জিতবে না। বিজেপি এবার রেকর্ড ভোটে হেরেছে। এ থেকেই প্রমাণ হয় বিজেপি নয় মানুষ ভোট দিয়েছিল আমাকে। বিজেপি বাঙালি বিরোধীদল বলেও এদিন কটাক্ষ করেন বাবুল বাবু। বলেন সেই কারণেই আমি বিজেপি ছেড়েছি। আমাকে নতুন করে কাজ করার সুযোগ দিয়েছেন মমতা ব্যানার্জি ও তৃণমূল দল। সেই কারণে আমি এনাদের কাছে ঋণী বলে জানান তিনি। রাজ্যপালের টালবাহানায় এখনো শপথ নেওয়া হয়নি বিধায়ক বাবুল সুপ্রিয়োর। সেই প্রসঙ্গে তিনি বলেন আমার ট্রেনের টিকিট কনফার্ম। ট্রেন লেটে চলছে। তবে আমি গন্তব্যে ঠিকই পৌঁছাব। রাজ্যপাল প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেন এই বিষয়ে আমার কিছু বলার নেই। বড়দের কথা ছেড়ে দিন ছোটরাও জানে কেন তিনি এমন আচরণ করছেন। পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বাবুল প্রসঙ্গে বলেন বাবুল এতদিন অন্য দলে ছিল ঠিকই তবে বাবুল বড় মনের মানুষ। এখন থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব বলে জানান নরেন্দ্রনাথ বাবু।