বেআইনি মদ বিক্রির অভিযোগে পানাগড়ে গ্রেপ্তার বিজেপি নেতা সহ ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩এপ্রিলঃ
বেআইনি চোলাই মদ বিক্রির অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত পানাগড়ে এক বিজেপি নেতা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করল আবগারী দপ্তর। ধৃতরা হলেন নিত্যগোপাল ওরফে নিতু শুকুল, বাবলু বাগদি ও সব্যসাচী মুখার্জী। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। গোপন সুত্রে খবর পেয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আবগারী দপ্তর থেকে পানাগড় গ্রামে শ্মশানকালী মন্দিরে এলাকায় হানা দিয়ে অভিযুক্ত ওই বিজেপি নেতা সহ তিনজনকে হাতেনাতে ধরে ফেলেন আবগারী দপ্তরের আধিকারিকরা। ধৃতদের কাছ থেকে ১৫ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এদিকে ওই নেতাকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়াবার জন্য আবগারী দপ্তরের আধিকারিকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি রমন শর্মা বলে অভিযোগ।
প্রসঙ্গতঃ এই বিজেপি নেতা নিতু শুকুল মাস কয়েক আগে তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির রাজ্যস্তরের নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী, রাজু বন্দোপাধ্যায়। সেই সময় নিতু শুকুলকে দলে নিতে আপত্তি জানিয়েছিলেন অনেক স্থানীয় বিজেপি নেতা। বিজেপি নেতা রমন শর্মার নেতৃত্বে দলে যোগ দেন নিতু বলে অভিযোগ করেন বিজেপি নেতা মানস তিওয়ারী। মানসবাবু বলেন, “গতকাল আমি শুনেছি বিষয়টি। এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এটা কোনোমতেই বরদাস্ত করা যায় না। তবে আমরা যারা প্রকৃত বিজেপিকর্মীরা, আমরা আগেই এই নেতাকে দলে নিতে আপত্তি করেছিলাম। কারন তৃণমূলে থেকে ওই নেতা আমাদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল। ওই নেতার নামে প্রচুর দুর্নীতির অভিযোগ ছিল। আজ তা প্রমানিত।”
অপরদিকে পানাগড়ের তৃনমূল নেতা দেবদাস বক্সী বলেন যে, “এটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই নিতু শুকুলকে তৃণমূল থেকে বহিষ্কার করার পর বিজেপি তাঁকে দলে নিয়েছিল। দীর্ঘদিন ধরেই ওই নেতা বেআইনি কাজের সাথে যুক্ত।