ভুয়ো কার্ড দিয়ে রেশন তোলার অভিযোগে বুদবুদে আটক বিজেপি নেতা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৩জুনঃ
বাংলাদেশের বাসিন্দা অথচ রেশন তোলা হচ্ছে ভারতীয় রেশন কার্ডের মাধ্যমে। এরকমই অভিযোগ উঠছে এক বিজেপি নেতার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুদবুদে।
রাজ্যে করোনার জেরে সরকারের পক্ষ থেকে গরীব মানুষদের যাতে খাদ্যের অসুবিধা না হয় তার জন্য বিনামূল্যে রেশন থেকে খাদ্য সামগ্রী বিলির ব্যবস্থা করা হয়েছে। সেরকমই আজ অর্থাৎ বুধবার সকালে বুদবুদের সুকান্ত নগর এলাকায় স্বপন সরকার নামে ওই বিজেপি কর্মী রেসন থেকে চাল তুলছিলেন সেই সময় এলাকাবাসীরা দেখেন যে তাঁর কাছে ১৯টি রেশন কার্ড রয়েছে যা দিয়ে তিনি খাদ্য সামগ্রী তুলছিলেন বলে গ্রামবাসীদের অভিযোগ। প্রশ্ন ওথে তাঁর পরিবারে যেখানে মোট সদস্য সংখ্যা ৪, সেখানে তিনি বাকী ১৫টি রেশন কার্ড কোথা থেকে পেলেন? এরপরেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে। খবর যায় থানায়। বুদবুদ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে ওই নেতার কাছে যে ১৫টি ভুয়ো রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডের ব্যাক্তিরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। ঘটনায় বুদবুদ পঞ্চায়েত থেকে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খাদ্য দপ্তরের পক্ষ থেকেও এফ আই আর করা হয়েছে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন এলাকায় তৃণমূল নেতারদের বিরুদ্ধে রেশন দুর্নীতি নিয়ে গলা ফাটাচ্ছে বিজেপি কর্মী থেকে শুরু করে নেতারা। এদিকে বুদবুদে ভুয়ো রেশন কার্ড ব্যবহার করে তা দিয়ে রেশনের খাদ্য সামগ্রী চুরি করার অভিযোগ উঠল খোদ এক বিজেপি নেতার বিরুদ্ধে। আর এই ঘটনার জেরে বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। আর তাতেই বেশ উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।