ভোট প্রচারে লাউদোহায় বিজেপি নেতা রাহুল সিনহা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১ এপ্রিলঃ
শুক্রবার দলীয় প্রার্থীর সমর্থনে দুয়ারে দুয়ারে প্রচার করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিন তিনি প্রচার করেন লাউদোহা ব্লকের ঝাঁঝরা গ্রামে।
শুক্রবার বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন পদ্মফুল শিবিরের কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিন তিনি প্রচার করেন ঝাঁঝরা গ্রাম সহ বেশ কয়েকটি এলাকায়। রাহুল বাবুর সাথে ছিলেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থীর সমর্থনে ভোট ভিক্ষা করার পাশাপাশি বাসিন্দাদের হাতে বিজেপির সাফল্যের তথ্য সম্বলিত হ্যান্ডবিল তুলে দেন তিনি। সেই সাথে বাসিন্দাদের কাছে তিনি তুলে ধরেন রাজ্যে তৃণমূল সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের দিকটিও। বুধবার শুভেন্দু অধিকারীর কর্মীসভায় তৃণমূলের বিক্ষোভ ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা। তবে এদিন সেই রকম কিছু হয়নি। নির্বিঘ্নেই প্রচার শেষ করে রাহুল বাবু পাড়ি দেন রানীগঞ্জের উদ্দেশ্যে।