বিজেপি নেত্রীর দোকানে আগুন, ভোটের হিংসা?
আমার কথা, পান্ডবেশ্বর, ১৭ মার্চ:
পান্ডবেশ্বরে বিজেপি নেত্রীর দোকানে আগুন লাগার ঘটনায় ছড়ালো উত্তেজনা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কেন্দ্রা পঞ্চায়েতের এবিপিট জামাই পাড়া এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার শাসকদলের।
ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরেই বিজেপি মহিলা মোর্চার এক নেত্রীর গুমটিতে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়ালো পাণ্ডবেশ্বরে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এর এবিপিট জামাই পাড়া এলাকায়। বিজেপি মহিলা মোর্চার মন্ডল ১ এর সাধারণ সম্পাদক রিনা ঠাকুরের অভিযোগ রাতের অন্ধকারে তার গুমটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। রবিবার সকালে তিনি জানান “আগুন লাগার সময় বাড়িতে ঘুমাচ্ছিলাম। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাইরে বেরিয়ে দেখি গুমটিতে দাউদাউ করে জ্বলছে আগুন। প্রতিবেশীরাই জল ঢেলে আগুন নেভায়”। তৃণমূলের লোকজনেরা এই কাজ করেছে বলে সরাসরি অভিযোগ করেন রিনা দেবী। তিনি বলেন “এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত সন্তোষ পাসওয়ান মাসখানেক আগে বিজেপি করার অপরাধে আমাকে মারধর করেছিল, আমি পাণ্ডবেশ্বর থানাতে তার নামে অভিযোগ দায়ের করেছিলাম সে সময়। এরপরও সন্তোষ নিয়মিত হুমকির দেয় এখনো। বিজেপি করি এই আক্রোশেই তৃণমূলের লোকজনেরা কান্ডটি ঘটিয়েছে” বলে জানান রিনা দেবী। যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা বলেন ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। ভোটের আগে বাজার গরম করতে বিজেপি মিথ্যা অভিযোগ করছে। পুলিশ তদন্ত করলে সত্য সামনে আসবে বলে জানান তিনি।