অন্ডাল বিমানবন্দরে রাজনাথ সিংয়ের সাথে সৌজন্য সাক্ষাত বিজেপি নেতৃত্বের
আমার কথা, অন্ডাল, ২৩ ফেব্রুয়ারী:
বীরভূমের শান্তিনিকেতন যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নামলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রীকে স্বাগত জানানোতে হাজির হয়েছিলেন বিজেপির একাধিক নেতা ও জনপ্রতিনিধি।
বৃহস্পতিবার বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এলেন কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যাওয়ার পথে বায়ুসেনার বিশেষ বিমানে এদিন ৪:২০ মিনিটে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে নামেন প্রতিরক্ষা মন্ত্রী। মন্ত্রীকে স্বাগত জানাতে অন্ডাল বিমানবন্দরে হাজির ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দিলীপ দে, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই, সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, সৌমিত্র খান, সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। ৫ টা নাগাদ বায়ু সেনার বিশেষ বিমান প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে উড়ে যায় বিশ্বভারতীর উদ্দেশ্যে। এদিন সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী যোগ দেবেন বিশ্বভারতীর সাংস্কৃতিক অনুষ্ঠানে। শুক্রবার সকালে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে তার হাজির থাকার কর্মসূচি রয়েছে। আগামীকাল শুক্রবার বেলা বারোটা নাগাদ ফের অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন রাজনাথ সিং। বিজেপির জেলা সভাপতি দিলীপ দে জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও দলীয় নেতা রাজনাথ সিংকে স্বাগত জানাতে এসেছি। জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়ে তাকে অব্যাহতি করা হবে বলে জানান দিলীপবাবু।