কাঁকসায় বিজেপির বৈঠক
![](https://aamarkatha.in/wp-content/uploads/2021/02/aamar-katha-Kanksa-15.jpg)
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২ফেব্রুয়ারীঃ
কাঁকসার নপাড়ায় বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির কাঁকসা ৪নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক অভিযান চক্রবর্তী,এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিক্রম বরু,শক্তি কেন্দ্রের প্রমুখ কাঞ্চন কুমার মন্ডল ও প্রসঞ্জিত বাগদি সহ অন্যেরা।
অভিযান চক্রবর্তী জানিয়েছেন সামনেই বিধানসভা নির্বাচন তাই দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ও আসন্ন নির্বাচনে কিভাবে দলের কর্মীরা বাড়িবাড়ি প্রচার করবেন কোন কোন বিষয় গুলিকে সামনে রেখে তারা প্রচার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। তিনি আরও বলেন আসন্ন নির্বাচনে মানুষ বিজেপিকেই ভোট দেবে এবং রাজ্যে এবার পরিবর্তন হবে বিজেপির সরকার গঠন হবে।