বিডিও অফিস ঘেরাও কর্মসূচীতে জামুড়িয়ায় বিজেপি পুলিশ ধ্বস্তাধ্বস্তি
আমার কথা, জামুড়িয়া, ২১ জুলাই:
বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে চরম উত্তেজনা জামুড়িয়ার বিডিও অফিস এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীদের। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মুল গেটের সামনে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের।
বিজেপি নেতা তাপস রায় জামুরিয়া মন্ডল ২ এর বিজেপি সভাপতি রমেশ ঘোষ অভিযোগ করেন নমিনেশন থেকে শুরু করে ভোটের দিন ও গণনা দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। প্রশাসনের প্রত্যক্ষ মদতে ভোট লুট হয়েছে। সেই বিষয় নিয়ে আগাম ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অরুনালোক ঘোষকে স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু তারা এসে দেখেন যে বিডিও অফিসের অনেকটা দূরে পুলিশ ব্যারিকেট করে রেখেছে। সেখানেই তাদেরকে জানানো হয় যে বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে।
তাদের কাছে কোন খবর না থাকার জন্য তারা বিডিও অফিস যাওয়ার চেষ্টা করে। সেই সময় পুলিশ তাদের সঙ্গে বাধা দিতে শুরু করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত বলে জানান রমেশবাবু।
এই নিয়ে জামুরিয়ার বিডিও জানান কিছু দাবি নিয়ে বিজেপি এক প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেছেন। তাদের দাবি দাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।