পান্ডবেশ্বরে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৫এপ্রিলঃ
পোস্টার লাগানোর সময় এক বিজেপি কর্মী-কে মারধরের ঘটনায় এলাকায় ছড়াল উত্তেজনা। বুধবার রাত্রি দশটা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকোলার গুলমোহর পাড়া এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মীর নাম শেখ মনসুর।
বিজেপির অভিযোগ বুধবার রাতের বেলায় গুলমোহর পাড়া এলাকায় বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি সমর্থনে পোস্টার লাগাচ্ছিলেন শেখ মনসুর ও কয়েকজন বিজেপি কর্মী। সে সময় তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে মারধর করা হয় বিজেপি কর্মীদের আহত হন বিজেপির স্থানীয় বুথ সভাপতি শেখ মনসুর। খবর পেয়ে রাতেই এলাকায় আসেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। বনবহাল পুলিশ ফাঁড়িতে গিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
অন্যদিকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান,এদিন বিজেপি প্রার্থী এলাকায় একটি মিছিল করেন। সেই মিছিলে তিনি উস্কানিমূলক কথাবার্তা বলেন। সেই কারণেই এই ঘটনা বলে পাল্টা অভিযোগ নরেন্দ্রনাথ বাবু।
পান্ডবেশ্বরে আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে