বিজেপি কর্মীর গোয়ালঘরে আগুন, অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
আমার কথা, অন্ডাল, ১৭ আগস্ট:
আগুনে পুড়লো বিজেপি কর্মীর গোয়ালঘর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ অস্বীকার শাসকদলের। কেন্দ্রা পঞ্চায়েতের মাইনাস কোয়াটার এলাকার ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে পাণ্ডবেশ্বর থানার কেন্দ্রা পঞ্চায়েতের মাইনাস কোয়াটার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাবলু সিং নামে এক ব্যক্তির গোয়াল ঘর। বাবলু বাবু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তাই আগুন লাগার ঘটনাতে লেগেছে রাজনৈতিক রঙ। বাবলু বাবুর অভিযোগ তার গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় হাত রয়েছে তৃণমূলের। এলাকাতে তার কোন শত্রু নেই। একমাত্র রাজনৈতিক কারণে তৃণমূল তার প্রতিপক্ষ। পাণ্ডবেশ্বর থানাতে এই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন বাবলু বাবু। দলীয় কর্মীর বাড়িতে আগুন লাগার বিষয়টি এদিন সমাজ মাধ্যমে টুইট করেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। দলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় জানান ঘটনায় তৃণমূলের কোন যোগ নেই। এরকম নোংরা ও ঘৃন্য রাজনীতি তৃণমূল করে না। অযথা বাজার গরম করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন কিরিটী বাবু। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান থানার এক পুলিশ আধিকারিক।