লকডাউনের নিয়ম ভঙ্গের অভিযোগে অন্ডালে আটক বিজেপি কর্মীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৪মেঃ
রাজ্যে দ্বিতীয় দফায় শুরু হয়েছে রেশনের মাধ্যমের খাদ্যসামগ্রী বন্টন। কিন্তু রেশন ব্যবস্থা নিয়ে চলছে দুর্নীতি, এই অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে লকডাউনের নিয়ম ভাঙ্গার অভিযোগে পুলিশের হাতে আটক হলেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটে অন্ডালে।
জানা গেছে, রেশন ব্যবস্থা, বিদ্যুতের বিল মুকুব সহ বেশ কিছু বিষয় নিয়ে আজ সোমবার অন্ডালের সমষ্টি উন্নয়ণ দপ্তরে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন অন্ডাল মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ বিডিওর দপ্তরে ঢোকার আগেই তাদের পথ আটকায় অন্ডাল থানার পুলিশ। আটক করা হয় তাদের।
রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্যে চলছে লকডাউন, আর এই লকডাউনে বার বার সরকারের তরফে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য। কিন্তু তারপরেও সেই সামাজিক দুরত্বকে উপেক্ষা করে বিজেপি কর্মীরা মিছিল করে গিয়ে বিডিও দপ্তরের সামনে জমায়েত করে। এই অভিযোগে অন্ডাল থানার পুলিশ বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, ডেপুটেশন জমা দেওয়ার ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আগাম কোনো অনুমতি নেওয়া হয়নি, আর তাছাড়া লকডাউনের আইন ভঙ্গ করে একসাথে অনেকে জড়ো হয়েছিল।
অপরদিকে, বিজেপি নেতা জয়ন্ত মিশ্র জানান, “লক ডাউন এর সময় রাজ্যজুড়ে রেশনে নিয়ে দুর্নীতি চলছে। নিম্নমানের চাল গম সরবরাহ করা হচ্ছে গ্রাহকদের। অবিলম্বে রেশনে দুর্নীতি বন্ধ ও ভালো মানের খাদ্য দ্রব্য সরবরাহ করার দাবীতে এদিন আমরা অন্ডাল বিডিওর কাছে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম ।কিন্তু বিডিও অফিস ঢোকার মুখে পুলিশ আমাদের আটক করে থানায় নিয়ে আসে ।আমরা যাতে ডেপুটেশন দিতে না পারি সেজন্যই পুলিশ শাসকদলের নির্দেশে এই কাজ করেছে।”