তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে থানা ঘেরাও বিজেপি যুব মোর্চার
আমার কথা, পান্ডবেশ্বর, ৯ এপ্রিলঃ
দুর্নীতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চা-র পক্ষ থেকে রবিবার পাণ্ডবেশ্বরে থানা ঘেরাও কর্মসূচি করা হলো। স্মারকলিপি দেওয়া হয় থানার আধিকারিকের হাতে।
রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বের দুর্নীতির প্রতিবাদে রবিবার পাণ্ডবেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি সন্তোষ মুখোপাধ্যায়। থানা ঘেরাও এর আগে এলাকায় একটি মিছিল করা হয় যুব মোর্চার পক্ষ থেকে। মিছিলটি শুরু হয় পাণ্ডবেশ্বর রেলস্টেশন চত্বর থেকে। শেষ হয় থানায় পৌঁছে। সেখানে বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে থানার আধিকারিক এর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের জেলা সভাপতি সন্তোষ মুখার্জি জানান রাজ্য সরকার ও তৃণমূল নেতৃত্বের মদতে রাজ্যের সর্বত্র বেঁধেছে দুর্নীতির বাসা। তৃণমূল আর দুর্নীতি সমার্থক হয়ে উঠেছে। দুর্নীতির প্রতিবাদে এ দিনের কর্মসূচি বলে জানান সন্তোষ বাবু।