‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি কর্মসূচিতে কাঁকসায় বিজেপির হেলমেটবিহীন বাইক র্যালি
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩১জানুয়ারীঃ
হেলমেট ছাড়াই কাঁকসায় বিজেপির বাইক মিছিল হলো জেলা সভাপতির নেতৃত্বে।
‘পরিবর্তন যাত্রা’র প্রস্তুতি কর্মসূচি হিসাবে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের কাঁকসার মলানদীঘি থেকে বিজেপির বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন নিজেই বাইক চালিয়ে বাইক র্যালির সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই।
এদিন কাঁকসার মলানদীঘি অঞ্চল থেকে মিছিল শুরু করে কাঁকসার গোপালপুর গ্রাম,বাঁশকোপা গ্রাম প্রদক্ষিণ করে কাঁকসার আমলাজোড়া অঞ্চলে মিছিল শেষ হয়।
মিছিলে এদিন হাজারেরও বেশি সংখ্যায় বিজেপি কর্মীরা বাইক নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন বলে বিজেপির দাবি।
বিজেপির জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই বলেন বিভিন্ন দল থেকে দলে দলে নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করছেন সেই খুশিতে বিজেপির কর্মীরা বিষ্ণুপুর থেকে সিলামপুর পর্যন্ত বাইক নিয়ে মিছিল করেছে। হাজারেরও বেশি সংখ্যায় কর্মী সমর্থক এদিনের মিছিলে যোগদান করেছে বলে দাবি বিজেপির জেলা সভাপতির। আগামী ২০২১ এ তৃণমূল সাফ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয় তাই পুলিশের বিরুধ্যেও এদিনের মিছিল বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি।