নিবার্চন দোরগোড়ায় তারপরেও বুদবুদে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৫ফেব্রুয়ারীঃ
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বুদবুদে আদি বিজেপি বনাম নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে। বুদবুদের সোঁয়াই গ্রামে দেওয়াল লিখন শুরু হলো বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের। আর এতেই অস্বস্তিতে পড়েছে বর্ধমান সদরের বিজেপি নেতৃত্ব। বর্ধমান সদরের জেলা সভাপতি সন্দীপ নন্দীর জন্য তৃণমূল থেকে আগতরা দলে প্রাধান্য পাচ্ছে। যারা দুর্দিনে বিজেপি দলটা করেছে তাদের পিছনে সরিয়ে দেওয়া হয়েছে, গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে তাদের। নবাগতরাই দলে দাপিয়ে বেড়াচ্ছে। দলের নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এই অভিযোগ তুলে এবার দেওয়াল লিখনে নামলো ‘আদি বিজেপি’! আগামী নির্বাচনে ৯ টি কেন্দ্রে তারা প্রার্থীও দাঁড় করাবেন বলে একপ্রকার মনস্থির করে ফেলেছেন। যদি উচ্চ নেতৃত্ব এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে অবিলম্বে বর্ধমান সদরের বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দীকে দায়িত্ব থেকে সরাতে হবে বলে দাবী নিচু তলার বিজেপি কর্মীদের।
আউশগ্ৰাম বিধানসভার আউশগ্রাম ২ নম্বর ব্লকের সোঁয়াই গ্রামের একাধিক এলাকায় রীতিমত বিজেপিরই দেওয়াল দখল শুরু করে দিয়েছেন আদি বিজেপির কর্মীরা।
ফলে নব্য ও আদি বিজেপির দ্বন্দ্ব ঘিরে সরগরম হচ্ছে বিভিন্ন এলাকা।
তৃণমূল অবশ্য বেশ কিছুটা স্বস্তি পেয়েছে এই ঘটনায়। যদিও উন্নয়নের নিরিখেই মানুষ ফের মমতা বন্দোপাধ্যায়কেই নির্বাচিত করবেন। বিজেপি পুরোপুরি নাটক করছে যাতে মানুষের মারের হাত থেকে বাঁচতে পারে। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে এতদিন। এবার যখন হেরে যাবে জেনে গেছে তাই দেওয়াল লিখে নিজেদের বাঁচতে এই নাটক করছে, বললেন আউশগ্রামের দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ।
বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন দল বড় হচ্ছে মনোমালিন্য থাকবেই। দলে যারা কাজ করতে চাইবে তারাই প্রাধান্য পাবে। ব্যক্তির থেকে বড় দল।